ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৮, ২৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম বাবুল (৬৮) নামের এক ফটো স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি মেহেরপুর বড় বাজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বাবলুর পরিবারের সদস্যরা জানান, গত ৭ আগস্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা শনাক্ত হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। 

মেহেরপুরের সিভিল সার্জ ডা. মো. নাসির উদ্দীন জানান, ‘লাশ মেহেরপুরে আসলে স্বাস্থ্যবিধি মেনে দাফন করবে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি