ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় খুলছে বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ২৫ আগস্ট ২০২০

কুমিল্লায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ তথ্য জানান।

সভায় কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি