ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফমেকে হাই-ফ্লো মেশিন দিল ইউনিগ্যাস

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ২৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনা পরিস্থিতিতে মানবসেবায় অবদান হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাসের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিটেক্স এলপি গ্যাসের ডিরেক্টর (অপারেশন) মো. জোবাইদুল ইসলাম চৌধুরী ফমেক হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমানের কাছে এ মেশিন হস্তান্তর করেন। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিটেক্সের প্রজেক্ট ডিরেক্টর আবদুর রহমান, চিফ মার্কেটিং অফিসার মো.  মাসুদুজ্জামান, বিএম’র সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমানসহ ফমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি