ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তিনটি মাথাসহ হরিণের ৪২ কেজি মাংস ফেলে পালালো

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫০, ২৫ আগস্ট ২০২০

পাচারের সময় সুন্দরবনে হরিণের তিনটি মাথা, ৪২ কেজি মাংস ও হরিণ শিকারের ৫’শ হাত ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে এসব জব্দ করে বনবিভাগ। এসময় পাচারকারীরা পালিয়ে গেলে তাদেরকে আটক করতে পারেনি তারা। 

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ এনামুল হক রাত সাড়ে ৯টায় এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে সুন্দরবনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। সন্ধ্যা নাগাদ তাদের এ অভিযান চলে। পরে বনরক্ষীদের অভিযান টের পেয়ে পাঁচজন পাচারকারী নৌকা ফেলে পালিয়ে যায়। 

এসময় ঘটনাস্থল থেকে অভিযানকারী বনরক্ষীরা নৌকার মধ্য থেকে তিনটি হরিণের মাথা, ১২টি পা, ৪২ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত ৫’শ হাত ফাঁদ জব্দ করেন।

এসিএফ এনামুল বলেন, বুধবার (২৬ আগষ্ট) জব্দকৃত হরিণের মাংসহ সরঞ্জামগুলো আদালতে পাঠানোর পর বন আইনে পিওআর মামলা দায়ের করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি