ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলের বড়দিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলের বড়দিয়া বাজারের তেল ও মুদিদোকানি খোকন সাহাকে (৫৫) নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

খোকন সাহার মাথা ও হাতে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকন নড়াগাতি থানার চোরখালী গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের বড়দিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে খোকন সাহা মঙ্গলবার রাতে বাড়ির দিকে রওনা হন। রাত ৮টার দিকে তালাবদ্ধ ঘর খোলার সময় ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত খোকন সাহাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

আর্তচিৎকারে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করেন। বড়দিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে খোকন সাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোকন সাহা বাড়িতে একা থাকেন বলে জানিয়েছেন প্রতিবেশিরা।

স্থানীয় চিকিৎসক জগদীশ চন্দ্র সরকার বলেন, খোকন সাহার মাথায় তিনটি কোপ বেশ গুরতর এবং ডান হাতেও দু’টি কোপ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, কে বা কী কারণে খোকন সাহাকে কুপিয়ে জখম করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তার বাড়ি থেকে কোনো কিছুই খোয়া যায়নি। তার পরিবারের লোকজন বাইরে থাকায় বাড়িতে একাই থাকেন তিনি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি