ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের একদিন পর ভেসে উঠল যুবকের লাশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ২৬ আগস্ট ২০২০

নওগাঁর মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর সোহেল রানা (২০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উরুবাড়া মহিপুর গ্রামের জাকারিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, নিহত সোহেল রানা নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গত মঙ্গলবার নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়। পরে তার আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পায় না। বুধবার দুপুরের দিকে ওই বিলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করার পর লাশটি সোহেল রানার বলে পরিবারের লোকজন শনাক্ত করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, মৃতদেহটি উদ্ধারের পর শনাক্ত করে ময়নাতদন্তের জন্য বিকেলেই নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি