ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রতিবন্ধী নাতির ভুলে প্রাণ গেল নানীর

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫২, ২৬ আগস্ট ২০২০

নওগাঁর ধামইরহাটে অটো রিক্সার ধাক্কায় আইরন বিবি (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের নেউটা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরন বিবি নেউটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী।

জানা যায়, আইরন বিবি বাড়ির পাশে চেয়ার নিয়ে বসে ছিল। এ সময় তার প্রতিবন্ধী নাতি জাকির হোসেন বাড়ির খলিয়ানে রাখা অটো রিক্সায় চড়ে চাবি অন করলে অটোরিক্সা চলতে শুরু করে। একপর্যায়ে অটোরিক্সা দ্রুত গতিতে সামনে ছুটে গিয়ে চেযারে বসা বৃদ্ধা আইরন বিবিকে আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। 

এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, অসাবধানতা বশতঃ প্রতিবন্ধী ছেলের জন্য এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি