ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভোলায় লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৬ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:৪৩, ২৬ আগস্ট ২০২০

বৈরি আবহাওয়ার কারণে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটের লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো: কামরুজ্জামান বলেন, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় বুধবার সকাল ৮টা থেকে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি ও ভোলা-বরিশাল-লক্ষীপুর রুটের লঞ্চ চালাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকালে ও দুপুরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগামী নৌযান গ্রীনলাইন, এ্যাডভ্যঞ্চার ও কর্নফুলীও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব চালু হচ্ছেনা।

এদিকে নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে ভোলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীর তীব্র স্রোত ও প্রবল জোয়ারে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পল্টুন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি