ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়ু পথে ৩২৮০ পিস ইয়াবাসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৩, ২৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পায়ু পথে তিন হাজার দুইশ ৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় শ্যামলী কোচ কাউন্টারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) ও আনসারুলের ছেলে তরিকুল ইসলাম (২৩)।  

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন দুইজনকে আটক করি এবং তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবার কথা স্বীকার করে। 

ওসি আরও বলেন, পরে তারা তাদের পায়ুপথ থেকে ৩টি ইয়াবার পোটলা বের করে দিলে আমাদের আরো সন্দেহ হয় এবং আমরা তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে ডাক্তার বলেন যে, তাদের পেটে আরো ইয়াবা আছে। তখন তারা তাদের পায়ুপথ থেকে আরো ৪টি পোটলা বের করে দেয়৷ ৭টি পোটলাতে মোট ৩২৮০ পিস ইয়াবা পাই। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি