ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ২৬ আগস্ট ২০২০

কয়েকদিন দাম বাড়তি থাকার পর আবারো একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। একদির আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারীতে (ট্রাকসেল) ১শ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ১শ ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে গতকয়েকদিন ধরে দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়তির দিকে থাকায় ও ভালো চাহীদা থাকায় আমদানির পরিমান বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। 

গতকাল মঙ্গলবার একদিনেই বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ১০৮টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহীদার তুলনায় সরবরাহ বাড়ায় একদিনের ব্যাবধানে কাঁচামরিচের দাম কমেছে।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি