ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হিলিতে সরকারি সহযোগিতায় সবজি চাষে সফলতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ২৭ আগস্ট ২০২০

‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতি ইঞ্চি জমির সদব্যবহার’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে সরকারি সহযোগিতায় নিজ নিজ আঙিনায় সবজি বাগান গড়ে তুলেছেন কৃষকরা। এতে পরিবারের চাহিদা যেমন মিটছে তেমনি সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। 

জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গত জুন মাসে উপজেলার ৩টি ইউনিয়নের ৯৬ কৃষক-কৃষানীর মাঝে ১১ ধরনের সবজির বীজ বিতরণ করা হয়। সেই সাথে দেওয়া হয় সারসহ রক্ষণাবেক্ষনের জন্য ১ হাজার ৯৩৫ টাকা। 

এসব বীজ ও অর্থ দিয়ে বাড়ির উঠানে ও এর আশেপাশে ফাঁকা জায়গায় সবজির বাগান গড়ে তুলেছে কৃষকরা। পুই কলমি, লালশাক ছাড়াও চাষ হচ্ছে  বরবটি, শিমসহ ১১ ধরনের সবজি। বিষমুক্ত সবজি দিয়ে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছে তারা।

সবজি চাষীরা জানান, ‘সরকারি প্রণোদনায় এসব সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছি। প্রতিটি গ্রামে যদি এভাবে সরকার বীজ দেয়, তাহলে আমরা উপকৃত হবো।’

তারা বলেন,‘করোনার কারণে আমরা বাজারে যেতে পারছি না। তাই, সবজি চাষ করে আমাদের চাহিদা পূরণ করছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে।’

হাকিমপুর কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম জানান, ‘উপজেলা কৃষি সম্প্রসারণ থেকে আমরা ১১ ধরনের সবজির বীজ সরবরাহ করেছি, যা বছরব্যাপী কৃষকরা চাষাবাদ করতে পারছে।’

এই কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য নিজেদের বাগান থেকে উৎপাদিত সবজি দিয়ে পরিবারের চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সংস্থান। সেটিও পূরণ হচ্ছে বলেও জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি