ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ২৭ আগস্ট ২০২০

নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নজরুল স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা  জানায় জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্রসহ বিভিন্ন শিল্প-সাহিত্য সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কালকাচারাল অফিসার আয়াজ মাবুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

শ্রদ্ধা নিবেদন শেষে কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি