ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাসের মধ্যে পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ২৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার বারো রাস্তার মোড় এলাকার একটি গ্যারেজের বাস থেকে পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত বাস শ্রমিকের নাম মনি (২২)। তিনি নগরীর হাজরাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের বাসের সহকারি (হেলপার) হিসেবে কাজ করতেন। বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের একটি বাসে তার লাশ পাওয়া যায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে- তা এখনো জানা যায়নি। দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। 

এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি