ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে বিজিবি’র ভ্যানগাড়ি বিতরণ
প্রকাশিত : ১৯:০৯, ২৭ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও জেলায় চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র ও অসহায়দের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর বিজিবি লেজার ক্যান্টিন চত্বরে দুইজন দরিদ্র অসহায় ব্যক্তির মাঝে একটি করে ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও বিজিবি'র সেক্টর কমান্ডার কর্ণেল মুরাদ ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম পিএসসি।
ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণের অংশ হিসেবে এ ভ্যানগাড়ি বিতরণ করা হলো বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী দরিদ্র, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যান-রিক্সা ও গবাদি পশু বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এনএস/
আরও পড়ুন