ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ২৭ আগস্ট ২০২০

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ইসমাইল হোসেন ও রকি। উভয়েরই বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী নওদা গ্রামের মোতালেব হোসেন জানান, আজ সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি