ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাশিমপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ২৭ আগস্ট ২০২০

গাজীপুরের কাশিমপুরে মুকুল মিয়া নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার বাবার অভিযোগ, মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত পোশাক শ্রমিক মুকুল মিয়া জামালপুর সদর থানার তারাভিটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে গাজীপুর মহানগরের সোহেল রানার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় ইসলাম গার্মেন্টে চাকুরী করতো। 

নিহতের বাবা নুরুল ইসলাম জানান, গতকাল (২৬ আগস্ট) রাতে মনির ও বাড়িওয়ালা সোহেল ফোন করে মুকুল মোবাইল চুরি করেছে এই বলে বকাঝকা করে এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। 

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলেও জানান ওসি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি