ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ২৮ আগস্ট ২০২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাশন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬) 

জানা গেছে, তুলাশন গ্রামের ২.২৫ একর জায়গায় বিরোধপূর্ণ ১টি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন একই গ্রামের শাহিন আলম। মাছ চুরি রোধ করতে মোফাজ্জল রাতে পুকুরের পানিতে কাঁটা তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন তিনি। শুক্রবার সকালে ওই গ্রামের ২ শিশু ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে বেঁধে রাখা নৌকায় উঠতে গেলে ধাক্কা খেয়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। তাদের রক্ষা করতে পানিতে নেমে বিদ্যুতায়িত হন মোফাজ্জল হোসেন।

পরে তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পানিতে নামলে দুইজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮নং ইউপি সদস্য ইউনুস আলী। 

লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি