ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাকায় পিষ্ট হলো কলেজছাত্রের প্রাণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ২৮ আগস্ট ২০২০

নিহত কলেজছাত্র জিহাদ

নিহত কলেজছাত্র জিহাদ

বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে জিহাদ (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আল শাহরিয়ার (১৬) নামে আরও এক তরুণ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার সাজাপুর গ্রামের উত্তরপাড়ার সাবদুল মিয়ার ছেলে। বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। আহত আল শাহরিয়ার একই উপজেলার সুজাবাদ বালাপড়ার সামসুর রহমান মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত জিহাদ তার বন্ধু আল শাহারিয়ারকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে জিহাদের মৃত্যু হয়। এ সময় আহত হন আল শাহারিয়ার। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। শঙ্কামুক্ত তিনি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি