ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে বাবাও নিখোঁজ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২১, ২৯ আগস্ট ২০২০

সপরিবারে নৌভ্রমণে এসে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় পুলিশ কনস্টেবল বাবা মোহাম্মদ মুসা (২৫) ও চার মাসের ছেলে সন্তান মধুমতি নদীতে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও তাদের সন্ধান মিলেনি। পুলিশ কনস্টেবলের বাড়ি একই উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।  

পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের অন্তত ছয় সদস্যকে নিয়ে কালনাঘাটে মধুমতি নদীতে নৌভ্রমণে আসেন পুলিশ কনস্টেবল মুসা। তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় বাবা মোহাম্মদ মুসার কোল থেকে শিশু সন্তান মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাপ দেন বাবা। একপর্যায়ে তিনিও নিখোঁজ হন।

লোহাগড়া এসআই মাহফুজ জানান, ‘দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি