ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরাইলে শোক সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৯, ২৯ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেওড়া গ্রামের প্রবাসী আওয়ামী সমর্থক গোষ্ঠী কর্তৃক স্থানীয় খান মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহজাদাপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খাইরুল হুদা চৌধুরী বাদল,দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আরমান মিয়া ও প্রবাসী কাদিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী, আফসার আহাম্মেদ, শাহাজাদাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সারোয়ার আহাম্মেদ চৌধুরী।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি