ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ২৯ আগস্ট ২০২০

সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাগঞ্জের চৌঘরী বাজারে এ দুর্ঘঘটনা ঘটে। 

আহতদের সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, সকালে সিলেটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। চৌঘরী বাজারে আসার পর বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার তিন যাত্রী। হতাহতদের বাড়ি গোলাপগঞ্জে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি