ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ২৯ আগস্ট ২০২০

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে ৮ম শতাব্দীতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ছাত্র পরিষদের সভাপতি ইমামুল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব বৈদ্যনাথ সরদার, সদস্য মিজানুর রহমান, হাজি দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পাহাড়াপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহ্বায়ক সামসুজ্জামান হিরা প্রমুখ। 

বক্তারা পাহাড়পুরে ৭৮১-৮২১ অব্দে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি