ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ এবং ত্রাণ বিতরণ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২৯ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম কৃর্তনখোলা নদীর তীরবর্তী উত্তর লামছড়ি এলাকায় এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রদান মন্টু কুমার বিশ্বাস, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন।

পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময়ে নদী ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রধান করেন তিনি। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি