ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে বঙ্গবন্ধু গণপাঠাগার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ২৯ আগস্ট ২০২০

বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণপাঠাগারের নবনির্মিত ভবন উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আজ শনিবার (দুপুরে) এ উপলক্ষে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু গণপাঠাগারে যুবকরা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বই পড়ার মধ্য দিয়ে মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখতে এই পাঠাগার সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি