ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হিলিতে ইয়াবাসহ আটক তিন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৯ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে হাকিমপুর থানার পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে হিলির বোয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো- হিলির কাকড়াপালী গ্রামের মোবারক হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৮), নবাবগঞ্জ উপজেলার পুটিমাড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫০) এবং রংপুরের কোতয়ালি থানার শান্তিধাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আশিকুর রহমান (২৯)।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হিলির বোয়ালদাড় গ্রামে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাতে ওই স্থানে অভিযান চালায়। সেখান থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ বিপ্লব, আনোয়ার ও আশিকুর নামের ওই তিনজনকে আটক করা হয়।

আজ (শনিবার) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপুর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি