চাল মজুদের অপরাধে জে.কে রাইস মিলের ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত : ১৯:৪৩, ২৯ আগস্ট ২০২০

নওগাঁর মহাদেবপুরে বিপুল পরিমাণ ধান ও চাল মজুদ রাখার অপরাধে জে.কে রাইস মিলের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ২টায় উপজেলার দোহালী এলাকায় র্যাব-৫ এর এ অভিযানে ১ হাজার ২৪৭ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল এবং ৮৬১ দশমিক ৫০ মেট্রিক টন ধান জব্দ করা হয়।
অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধে জে. কে রাইস মিলের স্বত্তাধিকারী যুগোল কিশোর গুপ্ত এর ২ লক্ষ টাকা জরিমানা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহাদেবপুর উপজেলার জে.কে রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এবং মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
আরকে//
আরও পড়ুন