ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের মামলা প্রত্যারের দাবি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ২৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির ২৯ আগষ্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মনির জানান, তার বিরুদ্ধে মিতু নামে যুবতীর মামলা উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে সায়েস্তা করার জন্যে বড় হাতিয়ার হলো মামলা, আমার বেলায় তাই ঘটেছে। বক্তব্যে আরও উল্লেখ করা হয় মিতুর বাবা মনির হাওলাদার ওরফে ডাকাত মনির একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এরা টাকা ও স্বার্থের বিনিময় এমন কাজ নেই যা করতে পারেন না। তাই আমার প্রতিপক্ষরা টাকা দিয়ে এ গল্প কাহিনী সাজিয়েছে বলে দাবী করেন।
 
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলাপরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি