ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চা বাগানে মিলল নিখোঁজ কলেজ ছাত্রের লাশ

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৩, ৩০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ১৪ ঘণ্টা পর চা বাগান থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার লাকাইছড়া চা বাগানের একটি সেকশনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেবের ছেলে স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার বিকেল ৪টায় তার বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফিরলে রাত ৮টা দিকে তার মা তাকে ফোন করেন। এ সময় অপরপ্রান্ত থেকে অজ্ঞাত কণ্ঠে কে স্বাক্ষর, স্বাক্ষরকে চিনিনা বলে জানায়।

এ বিষয়ে স্বাক্ষরের বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন। রাতে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে আজ রোববার সকালে লাকাইছড়া চা বাগানের একটি সেকশনে তার মরদেহ পাওয়া যায়। 

পুলিশ জানায়, মৃত দেহের পাশেই তার মোটরসাইকেল ও মোবাইল ফোন পাওয়া যায়। একইসাথে সেডিল ট্যাবলেটের খালি পাতা, এলমুনিয়াম ও দুটি পান্তার বোতল পাওয়া যায়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) সুহেল রানা জানান, ‘আরও গভীরভাবে তদন্ত করতে ঘটনাস্থলে সিআইডিকে আনা হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি