ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৯, ৩০ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৩১, ৩০ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে মো. হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রহস্যজনক এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। 

পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মত শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে ওজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী সামিনা বেগম ওই শিশুকে হত্যা করে পুকুরে ফেলে আসে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি