ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লাকসামে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ৩০ আগস্ট ২০২০

কুমিল্লার লাকসামের বিজরা বাজারে চুরি বৃদ্ধির প্রতিকার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিজরা বাজারের ব্যবসায়ীবৃন্দ। 

রোববার (৩০ আগস্ট) দুপুরে বিজরা বাজার সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা চুরি বন্ধ ও চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

উল্লেখ্য, ১৯ আগষ্ট রাতে বিজরা বাজারের গফুর ম্যানসনের মা-মনি স্বর্ণ শিল্পালয়সহ দুটি দোকানে চুরি হয়। এ সময় স্বর্ণ দোকানের লকারে রক্ষিত প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ ভরি রূপার অলঙ্কার নিয়ে যায়। যার সর্বমোট মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এছাড়া পাশের অনামিকা স্টুডিও থেকে একটি ক্যামেরাসহ অন্যান্য মালামাল চুরি হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি