ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুরায় বন্ধ হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৩০ আগস্ট ২০২০

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসাথে বন্ধ বন্দরের ভেতরের সকল কার্যক্রমও।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ‘আজ রোববার পবিত্র আশুরা, উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগের দিনের আমদানিকৃত পণ্য খালাস নিতে চাইলে আমদানিকারকরা তা নিতে পারবেন।’

আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি