ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ আগস্ট ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

নরসিংদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করাহয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি