ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় সক্রিয় কিডনি পাচারকারীরা (ভিডিও)

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ৩০ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:১৬, ৩০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নেত্রকোণার পূর্বধলায় সক্রিয় কিডনি পাচারকারী একটি চক্র। এরই মধ্যে ১৬ জনের কিডনি পাচারের তথ্য পাওয়া গেছে। এই চক্রের একজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে, চক্রের মূল হোতাকে গ্রেফতারে অভিযান চলছে। 

টাকার অভাবে নিজের কিডনি বিক্রি করেছিলেন পূর্বধলার নাজিম উদ্দিন। এরপর অভাবী মানুষদের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করাতে শুরু করেন তিনি। ভাগ বসান কিডনি বিক্রির টাকায়।

কয়েক মাস আগে তাকে গ্রেফতার করে পুলিশ। নাজিম উদ্দিন চমকে দেয়ার মতো তথ্য জানান। একই গ্রামের অন্তত ১৬ জনের কিডনি বিক্রিতে প্রলুব্ধ করেন তিনি।

কিডনি পাচারকারী দলের সদস্য নাজিম উদ্দিন বলেন, ঢাকায় আশরাফ নামের এক লোক রয়েছে। আমার মতো অভাবে পড়ে কয়েকজন লোক আমার কাছে আসলে আমি আশরাফের ফোন নম্বর দেই। পরে আশরাফ ইন্ডিয়াতে নিয়ে কাজ করায়।

নাজিম উদ্দিনের দেয়া তথ্যে পুলিশ পেয়ে যায় ভারতের দালালের সাথে কিডনি পাচারের চুক্তির নথি। জব্দ করা হয়েছে মূল হোতার পাসপোর্টও। কিডনি পাচারের এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

এলাকার মানুষ জানান, প্রলোভনে পড়ে মানুষ কিডনি বিক্রি করছে। এরকম ১৬ জনের কথা আমরা শুনেছি। অন্য আরেক জানান, মানুষ অভাবের তাড়নায় হয়তো অনেক কিছু করে। আর এই গ্রামের মানুষ সহজ-সরল বিধায় অভাবের সুযোগে কিছু কুচক্রি মহল পয়সার লোভ দেখিয়ে এই কাজগুলো করায়।

মূলহোতাসহ চক্রের অন্য সদস্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নেত্রকোণা পুলিশ সুপার মো. আকবর আলী মুনশী জানান, ঢাকায় এজেন্ট হিসেবে মূল কাজটি করছিলেন যে তাকে ধরার সুযোগ হয়নি, আমরা চেষ্টা করেছি এবং সেই চেষ্টা অব্যাহত আছে।দ্রুত এই চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

 

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি