ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে নতুন ৮ জনসহ করোনাক্রান্ত ৫১৮ 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২০, ৩০ আগস্ট ২০২০

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন।

আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ৪ ও গাংনীতে ৪ রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৮ জন। এর মধ্যে সুস্থ ৩২৪ জন, মৃত ১১ জন ট্রান্সফার্ড ৩৫ জন এবং মেহেরপুরে বর্তমানে চিকিৎসাধিন ১৪৮ জন। সিভিল সার্জন জানান, কুস্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ। আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নেবেন। 

স্বাস্থ্য বিভাগ থেকে রুগিদের খোজ খবর রাখা হচ্ছে। করোনা পজিটিভ রুগিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। কোভিড-১৯’র সংক্রমণ এড়াতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান সিভিল সার্জন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি