ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে সুলতান চারুকলা মহাবিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ৩১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল শহরের মাছিমদিয়ার এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আসাদুজ্জামান, কলেজ অধ্যক্ষ অনাদী বৈরাগী, পরিচালনা পর্ষদের সদস্য শেখ হানিফসহ শিক্ষক-কর্মচারীরা।

চারতলা ভীত বিশিষ্ট ভবনটি প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে একতলার নির্মাণ কাজ সম্পন্ন হবে। দীর্ঘ ১০ বছর পর মহাবিদ্যালয়টি এবার এমপিওভুক্ত হয়েছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে ২০০৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।
 
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি