ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে ভূয়া চিকিৎসক আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে অপু কুমার নয়ন (৩০) নামে এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকালে কাশিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। সে উপজেলার মহাশ্রাদ্ধি গ্রামের মৃত অভিনাশ চন্দ্র শীলের ছেলে।

র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, ডাক্তারি পড়াশোনা কিংবা পেশাদার ডিগ্রী নেই তার। কেবল মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস অথচ নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করতো সে। দীর্ঘদিন থেকে রোগীর সঙ্গে প্রতারণা করে আসছিল ডাক্তার পরিচয়ে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি টিম তাকে আটক করে এবং তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাডসহ সার্জারি উপকরণ উদ্ধার করা হয়। 

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাজাহারুল ইসলাম জনি তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে নিয়েছে। বাউফল থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি