ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৫, ৩১ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ক্বিরাত, ৭ই মার্চের ভাষণ ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। (খ) গ্রুপে ক্বিরাতে চুয়াডাঙ্গার আতাউল্লাহ ২য় ও আব্দুস সবুর ১ম স্থান অধিকার করেন। বিজয়ীদের মাঝে সোমবার বিকালে পুরস্কার বিতরণ করা হয়। 

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীর সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জাহিদুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি