ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ৩১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কান্ধার গ্রামে ঘটেছে এ ঘটনা। তিনি একই এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আব্দুর রহমানের স্ত্রী।

ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি মুঠোফোনে জানান, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘর ঝাড়ু দেওয়ার সময় টেবিল ফ্যানের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি