ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় স্বর্ণালঙ্কার ও টাকাসহ ডাকাত গ্রেফতার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২৩:৩৪, ৩১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির মুলহোতা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ডাকাতি করা দুই ভরি আটশ’ গ্রাম সোনা ও এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। 

সোমবার বিকালে শার্শা উপজেলার নাভারণ বাজারে তার নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গত কয়েকদিন ধরে যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করে। 

আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে গ্রেফতার ও তার দোকান হইতে ডাকাতি করা সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
  
তিনি আরো জানান, ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রি করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি