ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় সোয়া ১২ কোটি টাকায় নির্মিত হচ্ছে পানি ভবন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১ সেপ্টেম্বর ২০২০

কুমিল্লায় ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে পানি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সদরের ঝাউতলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের উদ্ধোধন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাজালাল সেলিম, আকাশ দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য অত্যাধুনিক এই ৫ তলা বিশিষ্ট পানি ভবনের আপাতত দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি