ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী পৌরসভার দুটি রাস্তার সংস্কার শুরু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ১ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালী পৌরসভার ৩ ও ৪ নাম্বার ওয়ার্ডের ২টি রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোদাল ধরে মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল।  

পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার চাইল্ড কেয়ার সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীর। তাই প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি পাকাকরণে উদ্যোগ নেয়া হয়। এছাড়াও দীর্ঘদিনের প্রতীক্ষার পর ৩নং ওয়ার্ডের প্রেট্রোল পাম্প থেকে এম এ রশিদ স্কুলের সামনের সড়কের কাজও শুরু হয়। এ সময়ে রাস্তার প্রস্থ ১০ ফিট থেকে ১৬ ফিটে উন্নীত করা হয়। 

পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল বলেন, ‘নোয়াখালী পৌরসভার প্রতিটি এলাকার সমানভাবে উন্নয়ন করা হচ্ছে। তাই যেখানেই কোন সমস্যা দেখা দিবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করা হবে। এ সময় তিনি আরও কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং সড়কগুলো ভালো মানে কাজ করার জন্য পৌর প্রকৌশলীদের নির্দেশ দেন।’

এ সময় নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র আবদুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আজাদ চৌধুরী, মহিলা কমিশনার লিলি রহমান, কমিশার আহসান হাবীব হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন টোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি