ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় গেল ৩ শিশুর প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিমা (৩) ও ফারজানা (৪) নামে সহোদর বোন এবং অটোর ধাক্কায় বাবলী আক্তার (৬) নামে এক কন্যা শিশু প্রাণ হারিয়েছে। উভয় ঘটনা সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নে ঘটে।

জানা যায়, হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামের ফারুক হোসেনের কন্যা ফাহিমা ও ফারজানা সোমবার দিবাগত রাত ৮টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ি লোকজনের অগোচরে শিশু দু’টি বাড়ির বাইরে চলে যায়। পরে তাদেরকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় এবং বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

এদিকে, প্রায় একই সময়ে একই ইউনিয়নের তুলাদীঘি গ্রামে বাবুল হোসেনের কন্যা বাবলী আক্তার বাড়ির সামনের পাকা সড়ক পার হতে গিয়ে অটো বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথেই শিশুটি মারা যায়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি