ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে আক্রান্ত আরও অর্ধশত 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৫৯, ২ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অর্ধশত মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ মিলেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। 

এর মধ্যে ১ হাজার ৬৯৪ জন ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯, গোয়ালন্দে ৫, পাংশায় ১৫ ও কালুখালীতে একজন। আর বর্তমানে জেলায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৮৫৪ জন এবং সদর হাসপাতালের ডেডিকেটেড কোভিড ইউনিটে ভর্তি ৩০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত কয়েক মাসের তুলনায় গত আগস্টে করোনা আক্রান্তের হার ছিল সবচেয়ে বেশি। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি