ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় পাঁচ হাজার দরিদ্রের স্বাস্থ্য সেবায় ‘ফ্রেন্ডশিপ’

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনা সংক্রমণকালে মোংলা উপকূলের কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা চালু করেছে বেসরকারি এনজিও সংস্থা ‘ফ্রেন্ডশিপ ক্লিনিক’। এ পর্যন্ত উপজেলার পাঁচ হাজার দরিদ্র মানুষকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার নারকেলতলাস্থ ফ্রেন্ডশিপ ক্লিনিকে করোনা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফ্রেন্ডশিপ মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করছে বলে সাংবাদিকদের জানানো হয়। এসব ক্লিনিকের মাধ্যমে দুস্থদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। 

মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, ফ্রেন্ডশিপ ক্লিনিকের ডা. আবুল হোসেন, ডা. মো. আ. রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম ও মনিটরিং কর্মকর্তা মো. রাসেল হোসেন উপস্থিত ছিলেন। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি