ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গাংনীতে হেফজখানার খাদেমকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৯, ২ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুরের গাংনীতে সহিরউদ্দীন (৭০) নামে হেফজখানার এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর কবরস্থানের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় ঘাতকরা। 

সহিরউদ্দীন একই উপজেলার সাহেবনগর চুরিওয়ালা পাড়ার মৃত নায়েব আলীর ছেলে। 

নিহতের মেয়ে শাহিনা খাতুন জানান, ‘বাবা বাড়ির পাশের একটি হেফজখানার শিক্ষার্থীদের দেখাশুনা (খাদেম) হিসাবে কর্মরত থাকার পাশাপাশি কবর খননের কাজ করতেন। কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। তার কোন শত্রুও ছিল না। দোষিদের চিহ্নিত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

নিহতের জামাতা আব্দুল আওয়াল তার শ্বশুরকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি। 

স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্য বাবুল মিয়া জানান, ‘নিহত সহির উদ্দীনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। শিগগিরই ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি