ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ২ সেপ্টেম্বর ২০২০

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, রেলওয়ে কলোনী মহল্লার বিল্লাল শেখের ছেলে মো. হানিফ শেখ (২৫), একই মহল্লার মৃত ময়নাল শেখের ছেলে মিরাজুল ইসলাম (২৬) ও মো. শাকিল শিকদার (২৭)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি