ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে নৌ বাহিনীর ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২ সেপ্টেম্বর ২০২০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ও তিল্লি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরাইদ ইউনিয়ন পরিষদ চত্তরে ৬ শতাধিক এবং পরে তিল্লি ইউনিয়ন পরিষদ চত্তরে আরও ৬ শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, স্যালাইনসহ নিত্যপণ্য এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলটে তুলে দেওয়া হয়।

এসময় নৌবাহিনীর লে: কমান্ডার সোলায়মান কবির, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, বরাইদ ইউনিয়ন চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবু উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি