হত্যার ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা মামলা
প্রকাশিত : ১৭:০৩, ২ সেপ্টেম্বর ২০২০
কুমিল্লার বজ্রপুর মৌলভীপাড়ার রাজিব হত্যা ধামাচাপা দিতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আজ বুধবার দুপুরে নগরীর বজ্রপুর মৌলভীপাড়া চত্বরে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন রাজিবের মা রহিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, রাজিবের বাবা মো. শাহিন মিয়া, মো. বাবর মিয়া, তানজিন মিয়া, ওয়াজিব ইসলাম জাবেদ, রিয়াদ হাসানসহ পরিবারের আরও অনেকে।
অভিযোগে জানানো হয়, রাজিব হত্যার মামলা ধামাচাপা দিতে আসামিরা রাজিবের পরিবারকে সবসময় ভয়ভীতি দেখানোর পাশাপাশি মামলার স্বাক্ষীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে তুচ্ছ ঘটনায় বজ্রপুর মৌলভীপাড়ায় ছুরিকাঘাতে মারা যান সেনেটারী ব্যবসায়ী রাজিব। এ ঘটনায় রাজিবের মা রহিমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এআই//আরকে//
আরও পড়ুন