ভুল রক্ত দেয়ায় প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীলগালা মালিক আটক
প্রকাশিত : ১৭:২৯, ২ সেপ্টেম্বর ২০২০
কুষ্টিয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে শাপলা খাতুন (২২) নামে এক প্রসূতির শরীরে ভুল রক্ত পুশ করায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক মালিককে আটকের পাশাপাশি ক্লিনিক সীলগালা করে দিয়েছে প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড়স্থ শাপলা ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মঙ্গলবার রাতে কুমারখালী উপজেলার সোন্দা গ্রামের জুয়েলের সন্তান সম্ভাবা স্ত্রী শাপলা খাতুনকে ওই শাপলা ক্লিনিকে ভর্তি করেন স্বজনরা। সেখানে রাতেই তার সিজারিয়ান অপারেশন হয়। ক্লিনিক কর্তৃপক্ষের চাহিদা মতো রোগীর স্বজনরা রোগীর জন্য এবি পজেটিভ রক্ত এনে দেন। তবে রোগীর স্বজনদের অভিযোগ, তাদের সরবরাহ করা রক্ত না দিয়ে ক্লিনিকের লোকজন ভুল গ্রুপের রক্ত পুশ করে রোগীর শরীরে। এতে রোগীর অবস্থার অবনতি হয়। পরে সকালে তিনি মারা যান।
এ ঘটনায় রোগীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, শাপলার শরীরে যে রক্ত দেওয়া হয়েছে তার একটি ব্যাগে এবি পজেটিভ লেখা থাকলেও অন্যটিতে কোন কিছু লেখা নেই। এ ব্যাপারে ক্লিনিক মালিক মনিরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি কোন জবাব দিতে পারেননি। এ ঘটনায় ক্লিনিক মালিক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ক্লিনিকটি সীলগালা করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুল রক্ত পুশের বিষয়টি প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনএস/
আরও পড়ুন