ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

আগামীকাল সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:১৫, ৩০ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অকাল বন্যায় হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতি দেখতে আগামীকাল সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওর এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মাথাপিছু ৩০ কেজি চাল ও মাসে নগদ ৫শ’ টাকা সহায়তা কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে আশার আলো দেখছেন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

সম্প্রতি অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নষ্ট হয়ে গেছে দেশের প্রায় সব হাওরের বোরো ধান। ফসল হারিয়ে ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হাওরাঞ্চলের মানুষ।

শুধু সুনামগঞ্জেই নষ্ট হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬শ’ ১২ হেক্টর জমির ফসল।

এ’ অবস্থায় হাওরাঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উদ্দীপ্ত হাওরবাসী। আবার ফসল না ওঠা পর্যন্ত সরকারি আর্থিক প্রণোদনা, সুদ বিহীন কৃষি ঋণ প্রদানসহ সব রকম সহায়তার প্রত্যাশায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন, দুর্গতদের সহায়তায় সবরকম ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক জানালেন, সুনামগঞ্জ জেলায় এরিমধ্যে ৬২ লাখ ৬৫ হাজার টাকা এবং এক হাজার ২শ’ ৭০ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য মাথাপিছু ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা সহায়তা কর্মসূচি উদ্বোধন করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শাল্লা উপজেলা সদর ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী সফর করায় নতুন করে আশার প্রহর গুণছেন হাওরাঞ্চলের কৃষকেরা।

https://youtu.be/zhqrQKEFOjk


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি